ফখরুলের মুক্তি পেতে বাধা নেই
ডিএমপির দায়ের হওয়া পল্টন থানার তিন নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলকে জামিন দেন এবং একই সঙ্গে ফখরুলকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
আজ রোববার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
ব্যারিস্টার রফিক উল হক আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, ‘রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার (ফখরুলের) জামিন আদেশ বহাল থাকবে।’
তিনি বলেন, ‘আর কোনো মামলা না থাকায় এবং সব মামলায় জামিন হওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।’
প্রতিক্ষণ/এডি/ফাহিম