ফখরুলের মেডিকেল রিপোর্ট জমা দেয়ার নির্দেশ

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

fakrul-1422519059_24430বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মেডিকেল রিপোর্ট  আগামী ৮ জুলাইয়ের মধ্যে  জমা দিতে বলা হয়েছে। মির্জা ফখরুলের মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেয়ার পর  তা দেখে ওই দিন জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত। রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ।

মির্জা ফখরুলের পক্ষে আজ আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আাহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

হরতাল অবরোধের সময় জানুয়ারিতে  পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে পৃথক তিনটি মামলায় গত ২১ জুন হাইকোর্ট মির্জা ফখরুলের অন্তবর্তীকালীন জামিন দেয়। সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে গত সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় গত ১৬ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G