ফখরুলের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ড এবং জামিন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।
এর আগে মতিঝিল থানার একটি মামলায় গত ২ ফেব্রুয়ারি তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে এই মামলায় রিমান্ড আবেদন করা হলো।
উল্লেখ্য সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ডিজিটাল কেস মেশিন পুড়িয়ে ফেলার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মালায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেওয়ান উজ্জল হোেসেন।
গত ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কর্মসূচী চলাকালীন সময় পুরানা পল্টনের কালভার্ট রোডে পুলিশের ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়িয়ে দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/মির্জা