ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা কর্মকর্তা

প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষা কর্মকর্তা।

শনিবার সকালের এই দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের আরও দুই কর্মকর্তা, এক কর্মচারী এবং তাদের গাড়ির চালকও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলুর রহমান (৫৫) ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (নেপ) মহাপরিচালক ছিলেন। আহতরা হলেন- চট্টগ্রাম পিটিআইর (প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

তারা একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ির বারৈরহাট এলাকার আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত ৫ জনকে উদ্ধারের পর প্রথমে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাদের চমেকে পাঠানো হয়। ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

যুগ্ম সচিব ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৯ জানুয়ারি তিনি নেপের মহাপরিচালক পদে যোগ দেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G