ফরাসী প্রেসিডেন্ট পদপ্রার্থীর ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগ
ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রনের প্রচারণা শিবিরের ই-মেইল হ্যাকিংয়ের পর ফাঁস করার অভিযোগ উঠেছে রাশিয়ার হ্যাকারদের বিরুদ্ধে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে।
শুক্রবার মধ্যরাতে নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার কিছু সময় আগে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রন শিবিরের ঐ ইমেইলগুলো ফাঁস করা হয়।
আগামীকাল রোববার ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগ মুহূর্তে এ অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, প্রচারে ব্যবহৃত নথিপত্রের সঙ্গে জাল নথিপত্রও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে করে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ ছাড়া এই হ্যাকিংয়ের মাধ্যমে ম্যাকরোর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করা হয়েছে।
এদিকে ভোট শুরু হওয়ার আগে আইন অনুযায়ী বন্ধ করা হয়েছে সব নির্বাচনী প্রচার। বোববার সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অনলাইনে ফাঁস হওয়া ঐ নথিপত্রে আসলেই কী আছে তা খোলসা করেননি প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাকরোঁ শিবির। তবে নয় গিগাবাইট পরিমাণ ঐ নথিতে ই-মেইল ও অর্থিক বিবরণীসহ প্রচার সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।
এ হ্যাকিংয়ের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ এর দায় স্বীকারও করেনি।
গত ২৬ এপ্রিল সাবেক অর্থমন্ত্রী ম্যাক্রনের প্রচারণা শিবির জানায়, চলতি বছরের জানুয়ারিতে তাদের ইমেইল হ্যাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাকাররা তা করতে সক্ষম হয়নি।
ম্যাক্রন শিবির অভিযোগ করেছিল, ঐ হ্যাকিং চেষ্টায় রাশিয়ার মদদ রয়েছে। তখন ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করেছিল।
ম্যাক্রন শিবির রুশ সংবাদমাধ্যম ও ইউক্রেনে কার্যকর একদল হ্যাকারের বিরুদ্ধে আবারও অভিযোগ তোলে।
গত মাসে সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানায়, রুশ হ্যাকাররা এবার ম্যাক্রন শিবিরের ওপর সাইবার হামলা চালাতে পারে। তবে রুশ কর্তৃপক্ষ সে দাবি অস্বীকার করে।
প্রতিক্ষণ/এডি/সাই