ফাঁসি কার্যকরের প্রস্তুতিতে বাধা নেই
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘রাষ্ট্র যদি কামারুজ্জামানের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করে, তাহলে তা অবৈধ হবে না।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, ‘রায়ের সার্টিফাইড কপি বা কামারুজ্জামানকে রায়ের বিষয়টি জানানোর পর তিনি সেদিন থেকেই ১৫ দিন সময় পাবেন রিভিউ করার জন্য। যেহেতু মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, সেহেতু তিনি জেনে গেছেন। সুতরাং আজ থেকেই ১৫ দিন গণনা শুরু হবে।’
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, রায় কার্যকরের ক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করলে ১৫ দিন অপেক্ষা করতে পারে, নাও করতে পারে। একই সঙ্গে রাষ্ট্র যদি রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করে, তাহলে তা অবৈধ হবে না। কারণ রায় কার্যকরের জন্য রাষ্ট্র প্রক্রিয়া শুরু করতে পারবে না, সুপ্রিম কোর্টের এমন নির্দেশনা নেই।
প্রতিক্ষণ/এডি/রবি