ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপে তৃতীয় বারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। ২০২২ সালের ৮ম আসরে পাকিস্তান ৭ উইকেটে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে এসেছে। কাল ১০ নভেম্বর ইংল্যান্ড-ভারতের দ্বিতীয় সেমিতে যে দল জিতবে তারাই হবে পাকিস্তানের প্রতিপক্ষ।
সেমি-ফাইনাল শেষে পাক অধিনায়ক বাবর আজমকে প্রশ্ন করা হয়, ফাইনালে কাকে প্রত্যাশা করছেন? বা কোন দলকে পেলে পাকিস্তান ফাইনাল জেতা সহজ হবে বলে মনে করছে? জবাবে পাক অধিনায়ক বাবর বলেন, ‘আমরা টি২০ বিশ্বকাপের শুরু থেকেই অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সেমি অবদি এসেছি। অনেকেই ভাবেই-নি পাকিস্তান সেমিতে খেলবে। যাই হউক আমরা সেমি থেকে এখন ফাইনালে উঠেছি। এখন আমাদের ভাবনায় শুধুই ফাইনাল কে ফাইনালে আমাদের প্রতিপক্ষ তা নিয়ে আমরা ভাবছি না। ইংল্যান্ড বা ভারত যে দলই আমাদের প্রতিপক্ষ হউক তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের সেরা খেলতে পারলেই খুশি। ব্যাটে-বলে সফল হতে পারলে আমরা আশা করছি ফাইনালে আমরা জয়ী হব। যে দল-ই আসুক, মাঠে তো খেলতে হবে। ইংল্যান্ড বা ভারত দল-ই প্রতিপক্ষ হউক, সেরাটা খেলতে না পারলে তো জেতা সম্ভব না। দুই দলই আমাদের কাছে সমান।