মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমাটি নিয়ে প্রথম থেকে বেশ কৗতুহল কাজ করছিল দর্শকমহলে। সবার প্রতীক্ষা কখন হলে গিয়ে ছবিটি দেখা যাবে। কিন্তু সে গুড়ে বালি। ‘ডুব’ চলচ্চিত্রটি দেশীয় হর্তাকর্তা সেন্সর বোর্ডের ছুরির নিচে কাটা পড়েছে। তাদের অনুমোদন পাওয়া যায়নি এখন পর্যন্ত। আবার কেন প্রচারের অনুমতি পাওয়া যাবে না, তাও খোলাসা করে বলছেন না কর্তৃপক্ষ। তবে বাতাসে ভেসে বেড়ানো গোপন সংবাদ হল, হূমায়ূনের দ্বিতীয় স্ত্রী শাওনের এক চিঠির জের ধরে এ ঘটনা এতদূর গড়িয়েছে। অভিযোগ এই যে, ছবির মূল কাহিনী লেখক হূমায়ূন আহমেদের জীবনী নিয়ে। তবে ফারুকী বলছেন অন্যকথা। ইতোমধ্যে এ নিয়ে বেশ সোরগোল পড়ে গেছে সিনেমা পাড়া, এফডিসি আর ফেসবুক মিডিয়ায়।
সোজা কথায় বললে বিষয়টা দাঁড়ায় এমন, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড।খবরটি পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পত্রিকা ‘ভ্যারাইটি’।
এ বিষয়ে ফারুকী ভ্যারাইটিকে বলেন, প্রথম পদক্ষেপেই ছবিটি আটকে দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে সেটা করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। এটা সত্য আমার ছবির বিষয় কথিত ‘ট্যাবু’ভিত্তিক হয়ে থাকে। তবে তাতে কোনো ধরনের সেন্সর কোড ভঙ্গ করা হয়নি। এটা আসলে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ।
এ ছবির মূল নায়ক ইরফান খান বলেন, ছবিটি নিষিদ্ধ করায় আমি সত্যি বিস্মিত। ছবিটি মূলত একজন নারী ও পুরুষের জটিল সম্পর্ক ও একটি মানবিক বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত। এতে সমাজের কি ক্ষতি হতে পারে?
‘ডুব’ ছবির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। সিনেমাটি বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান ।
ফারুকী প্রয়াত খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে ‘ডুব’ ছবি নির্মাণ করেছেন বলে খবর রটে। এতে হুমায়ূন আহমেদের চরিত্রে ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। এমনটাই নিশ্চিত করেছিল পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। এই খবরে বাংলাদেশে ছবিটি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক।
সম্প্রতি সেন্সর বোর্ডে ‘ডুব’ ছবিটির ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠি দেন হুমায়ূনপত্নী নির্মাতা,অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, আমরা কোনো বায়োপিক বানাচ্ছি না। এই ছবির প্রতিটি চরিত্র কাল্পনিক।’
উল্লেখ্য, গত বছর ১৭ মার্চ ‘ডুব’ ছবির শুটিংয়ে অংশ নিতে ইরফান খান ঢাকায় আসেন।
প্রতিক্ষণ/এডি/শাআ