ফালুজা পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর চূড়ান্ত আক্রমণ
প্রতিক্ষণ ডেস্কঃ
আইএসের হাত থেকে ফালুজা শহরটি পুনরুদ্ধারের জন্য ইরাকের সরকারি বাহিনী চূড়ান্ত আক্রমণ শুরু করেছে। আজ সোমবার ভোর পাঁচটা থেকেই তীব্র যুদ্ধ চলছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।
ইরাকের সরকারি বাহিনীতে আছে সন্ত্রাসবিরোধী ইউনিটে উচ্চতর প্রশিক্ষণ পাওয়া সৈন্যরা, এবং তারা তিন দিক দিয়ে ফালুজার ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর আকাশ থেকে বিমান হামলা চালিয়ে তাদের সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। অন্যদিকে ইসলামিক স্টেট যোদ্ধারা আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
সরকারি বাহিনী চাইছে শহরটি ঘিরে ফেলে ইসলামিক স্টেটের পালানোর পথ এবং রসদপত্র সরবরাহের রুটগুলো বন্ধ করে দিতে চেষ্টা করছে। শহরটির ভেতরে আনুমানিক ৫০ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে। এ পর্যন্ত মাত্র কয়েকশ’ পরিবার এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। রাজধানী বাগদাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই শহরটি গত দু’বছর ধরেই ইসলামিক স্টেট জঙ্গীদের দখলে।
ফালুজা দখলের জন্য এই লড়াই যখন চলছে, তখনই রাজধানী বাগদাদে এবং তার আশপাশে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে – যাতে নিহত হয়েছে অন্তত ২০ জন লোক।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বাগদাদের শিয়াপ্রধান এলাকা শা’ব-এর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলা হয়। আরেকটি বিস্ফোরণ হয় উত্তরের তারমিয়াতে একটি বাজারে।
এখনো কেউ এসব হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে এধরণের আক্রমণ সম্প্রতি ইসলামিক স্টেটই চালিয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া