ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে মোজিলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Firefoxবহুল ব্যবহুত ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ ‘ফায়ারফক্স ৩৫’ নিয়ে এসেছে মোজিলা। ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণে যোগ হয়েছে বেশ কিছু নতুন আপডেট।

এর মধ্যে আছে ওএস এক্স স্নো লেপার্ড অপারেটিং সিস্টেমে এমপিফোর ভিডিও সাপোর্ট এবং ওয়েবআরটিসি-ভিত্তিক ‘ফায়ারফক্স হ্যালো’ ভিডিও চ্যাট প্লাগ-ইনের সহজ সংস্করণ।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ফায়ারফক্স হ্যালোর আগের ভার্সনটিতে কারও সঙ্গে ভিডিও চ্যাট করতে হলে ব্যবহাকারীকে ওই ব্যাক্তি চ্যাট রুমে যোগ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হত।

এসময় ইন্টারনেট ব্রাউজ করা যেত না। তবে নতুন ভার্সনটিতে অপরপক্ষের জন্য অপেক্ষারত অবস্থাতেও ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ব্যবহারকারীরা।

এই নতুন ফিচারটি ‘ছোট’ হলেও যারা নিয়মিত ফায়ারফক্স হ্যালো ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি ইতিবাচক পরিবর্তন বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। ‘ফায়ারফক্স হ্যালো’-তে ভিডিও কলের পদ্ধতি থাকছে আগের মতই।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G