ফিরতে শুরু করেছে ঢাকাবাসীরা
নিজস্ব প্রতিবেদক
নানা ভোগান্তি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরলেও প্রিয়জনদের ছেড়ে পেটের টানে ফিরতে হয়েছে এ মানুষগুলোকে।
সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, একের পর এক লঞ্চ এসে টার্মিনালে ভিড়ছে। তবে ঈদের ছুটি শেষ হলেও সদরঘাটে যাত্রীদের তেমন ভিড় ছিল না।
যাত্রীর চাপ আগামীকাল থেকে বাড়বে বলে জানান বিআইডব্লিউটিআইএর ট্রাফিক পরিদর্শক হুমায়ূন কবির।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩৫টির মতো লঞ্চ ঘাটে এসেছে। গতকালের চেয়ে আজকে যাত্রীর চাপ একটু বেশি।
তিনি আরো জানান, এবার যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরেছে। লঞ্চে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া যাত্রীদের তেমন কোনো অভিযোগও নেই। সব মিলিয়ে যাত্রীরা নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারছে।
ফিরতি যাত্রীরাও স্বাচ্ছন্দে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে পেরে খুশি।
বরিশাল থেকে আসা সুরভি-৯ লঞ্চের যাত্রী আরমান জানান, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক ভাল লেগেছে। কয়েকটা দিন বেশ অনেক ভাল কেটেছে। গ্রামে খাওয়া-দাওয়া ও চলাফেরা অনেক শান্তি। যার জন্য সবাইকে ছেড়ে আসতেই মন চাচ্ছিল না।
প্রতিক্ষণ/এডি/এনজে