ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে দুইশ’ বিশ কিলোমিটার গতি সম্পন্ন টাইফুন ‘নৌল’।
রোববার স্থানীয় সময় বিকালে দেশটির কাগায়ান প্রদেশে ঝড়টি আঘাত হানে, বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ঝড়টি ফিলিপাইন থেকে আরও উত্তরে জাপানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর।
তবে এখন পর্যন্ত আক্রান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিলিপাইন সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
আক্রান্ত এলাকা থেকে এখন পর্যন্ত এক হাজার ৬শ’ ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে ঝড়ের ভয়ে এই এলাকার ২ হাজারের বেশি অধিবাসী অন্যত্র চলে গেছে বলে জানিয়েছে ফিলিপাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ঝড়ের সময় সমুদ্রতলের উচ্চতা দুই মিটার পর্যন্ত উপরে উঠে যায় বলে জানান সিভিল ডিফেন্স প্রধান আলেক্সান্ডার পামা।
প্রতিক্ষণ/এডি/জহির