ফিলিপাইনে কারখানায় আগুন, নিহত ৭২

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

agunফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকন্ঠে জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত ৭২ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই ।

দমকলকর্মীদের বরাত দিয়ে ভেলেনজুয়েলা শহরের মেয়র রেক্স গ্যাচালিয়ান সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই ক’জন বেরোতে পারলেও অগ্নিকাণ্ডের পর সেখানে আর কোনো শ্রমিককেই জীবিত পাওয়া যায়নি।

 

তিনি জানান, কারখানা ভবনের প্রবেশপথে ঝালাইয়ের কাজ (ওয়েল্ডিং) করার সময় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মার্শাল উইলবার্তো জানান, কারখানার দ্বিতীয় তলায় আগুন নেভাতে গিয়ে তিনি ‘অনেক মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন। তবে, এগুলো এতো বীভৎসভাবে পুড়েছে যে তা আর চেনা যাচ্ছে না।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কারখানাটি আগুনে পুড়ে গেছে। মালিক পক্ষের ভাষ্য, ঘটনার সময় কারখানার ভেতরে ২০০-৩০০ জন মানুষ ছিল।

সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G