ফিলিপাইন যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Bngরিজার্ভ কেলেঙ্কারীর অর্থ ফেরত পেতে বাংলাদেশের তদন্তকারী দল ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা ফিলিপাইনে যাচ্ছেন। সেখানে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রমের সমন্বয় করবেন তাঁরা।

ম্যানিলাভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের অনলাইনে শুক্রবারের এক প্রতিবেদনে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমসের বরাত দিয়ে একথা বলা হয়।

জন গোমস জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিরা রোববারের মধ্যে ম্যানিলা পৌঁছবেন। সেখানে তারা চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে আইনজীবীর মাধ্যমে ফিলিপাইনের অর্থপাচার দমন কাউন্সিল (এএমএলসি) ও বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন অভিযুক্ত ব্যবসায়ী কিম ওং। ম্যানিলায় বিএসএফের কার্যালয় থেকে ঐ আইনজীবীর কাছ থেকে ১০০ ডলারের নোট ভর্তি একটি ব্রিফকেস গ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও চ্যানন্সেরি প্রধান প্রবাশ ল্যামারোং ও এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাচায়-আবাদ।

কিম ওং এই অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন গত মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের শুনানি চলাকালে। তিনি ফিলিপাইনের অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের মাধ্যমে সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর জুয়াড়িদের জন্য এই অর্থ পাঠিয়েছিলেন বলে শুনানিতে উল্লেখ করেন।

==========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G