ফেনীতে অটোরিকশায় পেট্রোল বোমা, দগ্ধ ৪

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

download1ফেনীর দাগনভূঞায় সিএনজি চালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দুধমুখা বাজারে এ ঘটনা ঘটে।

দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারের পাশে কুমার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন: অটোরিক্সার চালক শাহজাহান পিন্টু, যাত্রী মাইন উদ্দিন, সাদ্দাম হোসেন, মানিক মজুমদার।

দগ্ধদের মধ্যে মাইন উদ্দিন (২৮) ও সাদ্দাম হোসেনকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মুখমণ্ডল ও কণ্ঠনালির ক্ষতি হয়েছে বলে ফেনী জেলা সদর হাসপাতাল সূত্রে খবর।

জানা যায়, ফেনী-বসুরহাট সড়ক দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দাগনভূঞা বাজার থেকে বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি দুধমুখা বাজারের পাশে কুমার পোল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়। এতে চালকসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়।

এদিকে একই সময় শহরের ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সামনে ফেনী পৌরসভার কাউন্সিলর মো. মানিকের প্রাইভেটকারে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G