ফেনীতে যুবলীগ নেতা নিহত

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

nihotআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে যুবলীগের দু’গ্রুপের বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আজিজুল হক নামের এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজিজুল হক ৮ নং আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন- হুমায়ুন কবীর স্বপন, রিপন, নুরুল ইসলাম, মাহতাব।

সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন জানান, ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্যাহ গ্রুপের সঙ্গে স্থানীয় যুবলীগের বিরোধ চলছিল। এ ঘটনায় জের ধরে এমপি সমর্থকরা সোমবার রাত ৮টায় সোনাপুর বাজারে যুবলীগ নেতাকর্মীদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। এতে ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুল হকসহ ৫ জন গুরুতর আহত হন। তাদের আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আজিজুল হক মারা যান।

আহত হুমায়ুন কবীর স্বপন জানান, এমপি সমর্থক আলাউদ্দিন আলো, রানা, জাহাঙ্গীরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সোমবার রাতে সোনাপুর বাজারে এসে তাদের উপর অতর্কিত গুলি চালায়।

এ ব্যাপারে এমপি হাজী রহিম উল্যাহ জানান, তার সমর্থকদের হাতে যুবলীগের কেউ মারা যায়নি। তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এধরনের ঘটনা ঘটেছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন একজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G