ফের আকাশে ‘শিশুর’ জম্ম

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৪:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

childশিশু জন্ম নিয়েছেন আকাশে! শুনতে অবাক লাগলেও ঘটনাটি বাস্তব। চলন্ত উড়োজাহাজের ভেতরেই জন্ম নিয়েছে মানব শিশু।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিমানে সন্তান জন্মদানের ঘটনা ঘটলো। এবার কানাডিয়ান এক নারী জাপানগামী একটি বিমানে শিশুর জম্ম দিয়েছে। শিশুর বাবা এ ঘটনাকে ‘খুবই অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেন।

সোমবার এয়ার কানাডার এক মুখপাত্র একথা জানান। ২৩ বছর বয়সী ওই নারী একজন চিকিৎসকের সাহায্যে মধ্য আকাশে কন্যা শিশুর জম্ম দেন।

এদিকে নাম প্রকাশ না করা শিশুটির বাবা জাপানের টেলিভিশনকে বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই ঘটনাটি ঘটে। ’স্মার্টফোনে তোলা শিশুটির ছবি দেখিয়ে তিনি বলেন, ‘মা ফুটফুটে কন্যা শিশুটির জম্ম দিয়েছেন।’

পরে এয়ার এরাবিয়ার লোকজনের প্রাপ্ত খবরের ভিত্তিতে আগ থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখা হয়।

এরপর প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গেই মা ও শিশুকে হাসপাতালে নেয়া হয়। উভয়ে সুস্থ বলে জানান এয়ার কানাডার একজন মুখপাত্র।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসে কাতার এয়ারওয়েজের একটি বিমানকে কানাডায় জরুরি অবতরণ করতে হয়। অপ্রত্যাশিতভাবে একজন নারীর প্রসব বেদনা দেখা দিলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। বিমানটি উড্ডয়নের কয়েক ঘন্টার মধ্যেই একটি ছেলে শিশুর জন্ম দেন ওই নারী।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G