ফের কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ১০:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

চারবিশ্ববাজারে আবারো কমলো জ্বালানি তেলের দাম। এবার তেলের দাম ব্যারেল প্রতি কমে ২৭ ডলারের নিচে নেমেছে। গত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন দাম।

এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ এত নিচে নেমেছিল। তখন ব্যারেলপ্রতি তেলের দাম ২৬ ডলারেরও নিচে নেমেছিল। বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আর এ কারণেই মূলত তেলের দাম আরো কমেছে বলে বিশ্লেষকরা বলছেন।

গত বুধবার দিনের লেনদেনে তেলের দামে বেশ ওঠানামা লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার তা ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে যায়।  বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম, যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে অবশ্য তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

অন্যদিকে, ইউরোপের বাজারেও বৃহস্পতিবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যদিও তা এখনো ৩০ ডলারের ওপরেই আছে। এদিন ইউরোপের বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম, যা আগামী এপ্রিল সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৬৭ সেন্ট কমে ৩০ ডলার ১৭ সেন্টে নেমে আসে।

মঙ্গলবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বিপুল পরিমাণ উদ্বৃত্ত ও বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে তেলের দাম আরো কমতে পারে বলে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আরো নতুন মজুদের তথ্য এবং তেল উৎপাদনকারী দেশগুলোর এ সংগঠন ওপেকের সরবরাহ বৃদ্ধির খবরে আবারো তেলের দাম নিম্নমুখী হয়ে পড়ে বিশ্ববাজারে। চলতি বছরের প্রথমার্ধে ধারণার চেয়ে অনেক বেশি জ্বালানি সরবরাহ করবে বলে জানিয়েছে ওপেক।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G