ফের প্রচারে খালেদা

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

khaledaধারবাহিক হামলা সত্ত্বেও ষষ্ঠ দিনের মতো গণসংযোগে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । গাড়ি সংকটের কারণে এক দিনের বিরতি শেষে আবারও নির্বাচনী প্রচারে নামলেন তিনি।

শুক্রবার বেলা ৪টা ৪০ মিনিটে তিনি তার গুলশানের বাসভবন থেকে বের হন। তবে ঠিক কোন এলাকায় তিনি প্রচার চালাবেন তা আগে থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন। এছাড়া রয়েছেন নুরে আরা সাফা, শিরীন সুলতানা, সুলতানা আহমেদ, শ্যামা ওবায়েদসহ বেশ কয়েকজন নারী নেত্রী।

বিএনপি সূত্র জানায়, বুধবার রাজধানীর বাংলামোটরে হামলায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটিসহ বহরের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাই ‘ইচ্ছা থাকা স্বত্ত্বেও’ বৃহস্পতিবার বের হতে পারেননি তিনি। গাড়িগুলো মেরামতের জন্য ওয়ার্কশপে দেওয়ায় এদিন প্রচারে বিরতি দেন খালেদা জিয়া।

গত শনিবার ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রথম প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণাও চালান।

প্রচারণাকালে সোমবার কারওয়ান বাজার, মঙ্গলবার ফকিরাপুলে, বুধবার বাংলামোটরে তার গাড়িবহর হামলার মুখে পড়ে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G