ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশঃ মার্চ ৫, ২০১৬ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

gold২২ দিনের ব্যবধানে তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। ভরি প্রতি স্বর্ণ ১ হাজার ১৯৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর ‌নির্ধারণ ক‌রে‌ছে। আগামী  সোমবার (৭ মার্চ) থেকে সারাদে‌শে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশেও স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৪৬,১৮৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪৪,০৯০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের মূল্য প্রতি ভরি ৩৭,৪৪১ টাকা।

বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৪,৯৬৫ টাকা, ২১ ক্যারেট ৪২,৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৩৬,২১৭ টাকা।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ায় সংগঠনটি। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। তারপর আবার ১১ ফেব্রুয়ারি দাম বাড়ানো হয় যা ১৩ ফেব্রুয়ারি কার্যকর হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G