ফের মুজাহিদের আপিলের শুনানি সোমবার

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mujahid-jamatজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বেলা ১টা পর্যন্ত শুনানি পর আগামি সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

মুজাহিদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।

এর আগে গতকাল মঙ্গলবার শুনানির জন্য দিন নির্ধারণ থাকলেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে সরকারি ছুটি থাকায় তা হয়নি। আজ শুনানির জন্য আবার দিন নির্ধারণ করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G