ফের স্থগিত টাঙ্গাইল-৪ উপনির্বাচন

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kaderটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন ফের স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে কাদের সিদ্দিকীর লিভ টু আপিল গ্রহণ করে আগামী ৩ মে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ কাদের সিদ্দিকীর লিভ টু আপিল গ্রহণ করে এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।

কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গতকাল সোমবার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

উল্লেখ্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে গত ৪ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। কাদের সিদ্দিকীর করা এক রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। একই সঙ্গে রিটের নিষ্পত্তি করা হয়। রায়ের কপি হাতে পাওয়ার পর এর বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G