ফের ৪ দিনের রিমান্ডে ফারাবী

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

farabiলেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার শাফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে ফের ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ (ডিবি) ফারাবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়।

গত ১৪ মার্চ ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। আইসিটি আইনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ওই দিন মামলাটি দায়ের করেন।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ১৪ মার্চ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩ মার্চ ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম ওই রিমান্ড মঞ্জুর করেন। ফারাবীকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের এসআই সুব্রত গোলদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় পরের দিন শাহবাগ থানায় অজ্ঞাতসংখ্যক আসামি করে মামলা করেন অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

এই ঘটনায় প্রধান সন্দেহ ভাজন হিসেবে ২ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব। এরপর ৩ মার্চ ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/অনিক

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G