ফের ৫ দিনের রিমান্ডে রিজভী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rijvi 5বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত।

এর আগে বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে রিজভীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকতা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্লোরি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২৩ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় ঢাকা-গাউসিয়া রুটে চলাচলকারী গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪- ৪৮৮৬) একটি বাসটি পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ২৭ জন দগ্ধ হয়।

এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)। ৩১ জানুয়ারি বিকেলে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব।

সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়।

আদালতের নির্দেশে ওইদিন থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G