ফেসবুক যখন প্রেমিক-প্রেমিকা!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ফেসবুকের সাথে মানুষের সর্ম্পককে প্রেমের সাথে তুলনা করা যায়। ফেসবুকে নিয়মিত পোস্ট দেয়া, ছবি আপলোড করা, শেয়ার করা – এর অর্থ মাধ্যমটির সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া৷ ঠিক যেন প্রেমের মতোই এ সম্পর্ক, যেখানে ফেসবুক না খুলতে পারলে জাগে বিরহ, না পাওয়ার বেদনায় কাতর হয় ব্যবহারকারী। তার ওপর ফেসবুক ব্যবহারকারীর জন্মদিনটাও মনে রাখে। এটাকে তো প্রেমই বলা যেতে পারে৷”
ব্রিটিশ মনোবিজ্ঞানী সুজান কুইলিয়ামও এর সাথে সহমত পোষণ করেন। তিনি বলেন, ‘‘ফেসবুকের সাথে ব্যবহারকারীর প্রেমের সম্পর্ক হতেই পারে৷ কেননা সম্পর্কের সাথে জৈবিক এবং আবেগ অঙ্গাঙ্গিকভাবে জড়িত৷ ফেসবুক ও তার ব্যবহারকারী একে-অপরের সঙ্গ উপভোগ করেন, দু’জনে একসঙ্গে বেশিরভাগ সময় কাটায় এবং এর ফলে ব্যবহারকারীর শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা সাধারণত মানুষ যৌন সম্পর্কের চরম মুহূর্তে পৌঁছালে হয়ে থাকে।”
সুজান আরো জানান, ‘‘সম্পর্কে দেয়া-নেয়ারও একটা ব্যাপার থাকে। ফেসবুকের মাধ্যমে যখন কারো উপহার পাওয়া, যেমন লাইক বা কমেন্ট পাওয়াটা কমে যেতে থাকে, তখন প্রেমের রোমাঞ্চও হারিয়ে যায়৷ এমনকি যদি দেখা যায় ফেসবুকের কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করছে, বা ব্যবহারকারীর বিরুদ্ধে কথা বলছে, তাহলে সেটা তাঁর মধ্যে উদ্বেগ ও হতাশার জন্ম দিতে পারে৷ এমনকি তাঁর ব্যক্তিগত তথ্য, যেটা কাউকে তিনি জানাতে চায় না, সেটা প্রকাশ হয়ে পড়লে, সেটা নিয়েও শঙ্কিত হয়ে পড়ে ব্যবহারকারী৷ তখন তিনি ভাবতে থাকেন ফেসবুকের সাথে সম্পর্ক আর রাখবেন না, ভেঙে দেবেন। বিশ্বাস ঘাতক প্রেমিক-প্রেমিকার ব্যাপারেও মানুষ এমনটাই ভাবেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল