ফেসবুকের সাথে গুগলের প্রতিযোগিতা
ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটি সম্প্রতি টাইটান অ্যারোস্পেস নামের সৌরশক্তিচালিত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। বিশ্লেষকদের মতে, ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান এখনো শুরু না হলেও প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
মূলত অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বের বেশকিছু দেশের বিপুলসংখ্যক মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ড্রোনের সাহায্য নেয়ার পরিকল্পনা রয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি এরই মধ্যে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানও কিনেছে।
এবার প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে গুগলের নাম। টাইটান অ্যারোস্পেস কেনার খবর প্রথম প্রকাশ করে সংবাদ মাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। পরে এ অধিগ্রহণের সত্যতা নিশ্চিত করে প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট টেকরাডার। তবে টাইটান অ্যারোস্পেস কিনতে গুগলের কী পরিমাণ অর্থ গুনতে হয়েছে, তা জানা যায়নি।
একই খাতে ব্যবসা শুরু করতে যাচ্ছে বলে গুগল ও ফেসবুকের মধ্যেও প্রতিযোগিতার পরিমাণ তুমুলে উঠবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। কারণ এ বাজারে যারা আগে প্রবেশ করতে পারবে তারাই লাভবান হবে। তবে এখনো এ দুই প্রতিষ্ঠানের একটিও এ খাতে যাত্রা শুরুর কোনো সুনির্দিষ্ট তারিখ জানায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রতিক্ষণ/এডি/পাভেল