ফেসবুক ম্যাসেঞ্জারে নতুন সুবিধা
প্রতিক্ষন ডেস্ক
ছবি শেয়ারিং আরো দ্রূত ও সহজ করতে এবার ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়েছে ফটোম্যাজিক ফিচার। এর ফলে ছবিতে থাকা কোন বন্ধুকে ভুলে শেয়ার না করার মতো ঘটনা ঘটনার আশঙ্কা থাকছে না।
ফটোম্যাজিক ফিচারের মাধ্যমে ব্যববহারকারীর বন্ধুদের চেহারা দেখেই চিহ্নিত করে ছবি শেয়ার করবে ফটো ম্যাজিক। অবশ্য ফেসবুক ছবি ট্যাগ করার ক্ষেত্রে এই সুবিধা চালু করেছিলো।
ফেসবুক এর মেসেঞ্জার বিভাগের প্রধান ডেভিড মার্কাস জানিয়েছেন ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি নিজেই ছবি থেকে শনাক্ত করবে কোন ছবি কার সঙ্গে শেয়ার করতে হবে। তাই আলাদা করে সবাইকে ছবি শেয়ার করতে হবে না।
ফিচারটি গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বোধন করা হলেও এ সপ্তাহের মধ্যেই আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, প্রতিমাসে ম্যাসেঞ্জারের মাধ্যমে সাড়ে ৯ বিলিয়নের বেশি ফটো শেয়ার করা হয়।
প্রতিক্ষণ/এডি/বিএ