ফ্যাশনেবল চেকপ্রিণ্ট
এখন চেক প্রিন্ট ট্রেন্ডে ইন৷ চেকারস প্যান্ট, স্কার্ট থেকে শুরু করে শার্ট, টপে বাজার ছেয়ে আছে৷
শখ করে আপনিও হয়ত কিনে নিয়েছেন কয়েকটা৷কিন্তু ট্রেন্ডি ফ্যাশনের জন্য বুঝতে পারছেন না চেকারসের সঙ্গে কেমন টপ বা চেক টপের সঙ্গে কেমন বটম ওয়্যার মানাবে আপনাকে৷
তাই কয়েকটি মানানসই চেকারস কম্বিনেশন রইল আপনার জন্য৷ আপনাকে বোল্ড এবং ট্রেন্ডি লাগবে এইগুলিতে৷
১. চেক স্কার্ট ও সাদা শার্ট
উজ্জ্বল চেক পেনসিল স্কার্টকে আরও প্রমিনেন্ট করবে সাদা ক্যাসুয়াল শার্ট৷ শার্টকে স্কার্টে ইন করে পড়লে বেশ মানাবে আপনাকে৷
২. চেক স্কার্ট ও ক্রপ টপ চেক স্কার্টের সঙ্গে স্কিনি ক্রপ টপও এখন ট্রেন্ডি৷ এতেও বেশ বোল্ড লুক আসে৷ বিশেষত রাতের ককটেল পার্টির জন্য পারফেক্ট ড্রেস বলা যায় এই কম্বিনেশনকে৷
৩. চেক টপ ও এক রঙের স্কার্ট চেক প্রিন্টের ছোট টপের সঙ্গে এক রঙের সর্ট স্কার্টে আপনার বয়স কমে যেতে পারে৷ আপনাকে লাগবে ইয়ং এবং মিষ্টি৷
৪. চেক প্রিন্ট স্কার্ট ও টি শার্ট চেক প্রিন্টের স্কার্টের সঙ্গে এক রঙের ঢিলে টি শার্টেও আপনাকে স্মার্ট লাগবে৷ টি শার্টি স্কার্টে ইন করে পরুন৷ একটু কেয়ার ফ্রি সাজ মানাবে এই ড্রেসের সঙ্গে৷
৫. চেক প্রিন্ট ড্রেস চেক প্রিন্টের সধ্যে ড্রেসও বেড়িয়েছে নানা রকম৷ একটা কিনে রাখতেই পারেন আপনি৷ বন্ধুদের সঙ্গে হ্যাঙ্গ আউট বা ডেটিং এ যেতে পরতেই পারেন এই ড্রেসটি৷
৬. চেক প্যান্ট ও শার্ট প্যান্ট শার্ট কম্বিনেশন সবসময়ই চলে৷ এখন ফরমাল প্যান্ট থেকে জেগিং সবেতেই চেক প্রিন্ট পাওয়া যায়৷ এর সঙ্গে একটি এক রঙের শার্ট অথবা টি শার্ট পরে নিন৷ তাতে হাইলাইট হবে আপনার প্যান্টটি৷
৭. চেক শার্ট ও প্যান্ট চেক শার্টের সঙ্গে এক রঙের প্যান্টও একইরকম স্মার্ট লাগবে আপনাকে৷ এতে এক রঙের প্যান্ট হাইলাইট করবে আপনার চেক প্যান্টকে৷ এই পোষাক অফিসেও বেশ মানাবে আপনাকে৷