ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ম্যাকরোঁ
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরোঁ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লদ জুকেট টুইটে এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে শুরু হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে বড় শহরগুলোতে রাত ৯টা পর্যন্ত ভোট নেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রয়টার্স জানিয়েছে, ইমানুয়েল ম্যাকরোঁ ৬৫ শতাংশ ভোট পেয়েছেন অপরদিকে কট্টর ডানপন্থী নেত্রী ম্যারি লি পেন ৩৫ শতাংশ ভোট পেয়েছে।
ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক এই ব্যাংকার। আরেকটি ইতিহাসও যোগ হতে যাচ্ছে মাক্রোঁর ভান্ডারে, তা হল প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে তিনিই প্রথম ইউরোপের প্রভাবশালী এই দেশটির রাষ্ট্রক্ষমতায় আসীন হচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক রেখে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মধ্যপন্থি মাক্রোঁ। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ সরকারের দুই বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা ম্যাকরোঁ এই প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন। ম্যাকরোঁর সব মতামতের সঙ্গে সাধারণ জনগণ একমত না হলেও প্রায় ৬০ শতাংশ ভোটার লো পেনকে ঠেকাতে ম্যাকরোঁকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে।
প্রতিক্ষণ/এডি/শাআ