ফ্রান্সে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

german wings bbফ্রান্সের আল্পস পর্বতের কাছে জার্মান উইংসের এয়ারবাস বিধ্বস্তের ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এদিকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে একটি উদ্ধারকারী দল। তারা বিমানের একটি ব্ল্যাকবক্স খুঁজে পেয়েছেন বলে জানানো হয়েছে।

বিমানে থাকা দেড়শ` জনের কেউই যে জীবিত নেই, সেটা নিশ্চিত করেছে দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রথম তদন্ত দলটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বিমানে থাকা ১৪৪ যাত্রী ও ৬ চালকের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ স্কুলশিক্ষার্থী ও দুই শিক্ষক রয়েছেন। তারা জার্মানির জোসেপ কোয়িং জিমনেসিয়াম স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক। জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল বুধবার ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, ফ্রেঞ্চ আল্পস পর্বতে খারাপ আবহাওয়ার কারণে, মৃতদেহ উদ্ধার করতে কয়েকদিন লেগে যেতে পারে। উদ্ধার-কর্মীরা মঙ্গলবার দুর্ঘটনাস্থলে পৌঁছালেও রাত হয়ে যাবার কারণে উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি।

আজ আরও পরের দিকে শুরু হবে উদ্ধার অভিযান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থলের উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে ঘটনাস্থলের বীভৎসতার বর্ণনা দিয়েছেন।
german
এয়ারবাস এ-৩২০ এর অবশিষ্টাংশের যে ভিডিও-চিত্র তোলা হয়েছে, তাতে বিমানটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটি পাহাড়ি উপত্যকার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

জার্মানির বিখ্যাত বিমান সংস্থা লুফথানসার ওই বিমানটি পরিচালনা করতো জার্মান উইংস নামের উল্লিখিত প্রতিষ্ঠান।

জার্মান উইংস বলেছে, ফোরইউ-৯৫২৫ ফ্লাইটটি বার্সেলোনা থেকে ডুয়েসলডর্ফে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। এ-৩২০ মডেলের ওই বিমানটি ২৪ বছরের পুরনো বলে জানা গেছে।

জার্মানির ওই বিমান সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ফ্লাইটটিতে ৬৭ জন জার্মান নাগরিক ছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, স্পেনের উপ-প্রধানমন্ত্রী দাবি করেছেন, বিমানটিতে দেশটির ৪৫ জন যাত্রী ছিল।

আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ জার্মানি ও স্পেনের নেতাদের নিয়ে ঘটনাস্থল দেখতে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ফ্রান্সের মাটিতে দীর্ঘদিন পর এ ধরনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। ১৫ বছর আগে রাজধানী প্যারিসের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। সূত্র : রয়টার্স।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G