ফ্রান্সে সড়ক দূর্ঘ্টনায় নিহত ৪০

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

france_accident_640x360_afp_nocreditফ্রান্সে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকালে  এ মর্মান্তি দুর্ঘটনা ঘটে।

বোরডক্সের পূর্বে পুসেগুয়েইনের কাছে গিরন্দে এলাকার একটি সড়কে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের সবাই ফ্রান্সের নাগরিক। তারা ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা। গিরন্দে এলাকার সংসদ সদস্য গিলস সাভারে জানিয়েছেন, যাত্রীদের সবাই বয়স্ক। পেনশনভোগী ওই বৃদ্ধরা ভ্রমণে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৯ জন যাত্রী ও অপরজন বাসটির চালক। এ ছাড়া দুর্ঘটনার সময় আটজন বেরিয়ে আসতে সক্ষম হয়।
গ্রিসের এথেন্সে সফররত ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস, স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহনমন্ত্রী শুক্রবারই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

 

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G