ফ্লাইং ফিশ!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
পাখির মতো মাছও আকাশে উড়তে পারে। কথাটি শুনতে অবাক লাগলেও সত্যি। উড়ন্ত মাছ শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সাগরের পানির ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে।
এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এবং প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার। এছাড়া একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতর ঢুকে পড়ে।
পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গেছে। বাংলাদেশেও এই উড়ন্ত মাছের দুটি জাত রয়েছে।