ফ্লোরিডায় নাইটক্লাবে গুলিতে নিহত ২
প্রতিক্ষণ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে গুলিতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে ফোর্ট মায়ার্সের ওই ক্লাবে এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে সিএনএসের খবরে জানানো হয়।
স্থানীয় পুলিশের ক্যাপ্টেন জিম মুলিগানের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, ক্লাব ব্লু নামের ওই বারের পার্কিং এলাকায় গুলির ঘটনার সময় সেখানে সব বয়সীদের জন্য পার্টি চলছিল।
তবে হতাহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের সবাইকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিবিসির সূত্রে, এ ঘটনার সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে পুলিশ আরও দুটি স্থানে তদন্ত চালাচ্ছে। এর মধ্যে একটি স্থানে এক বাড়িতে গুলির শব্দ পাওয়া গেছে, অন্য জায়গায় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দ্বিতীয় ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
নাইট ক্লাবে গুলির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
ফ্লোরিডায় গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি। এর আগে চলতি বছরের জুনে অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত হয়েছিল। আধুনিক আমেরিকার ইতিহাসে যা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
প্রতিক্ষণ/এডি/আরএম