ফ্লোরিডা হামলায় আইএসের সম্পৃক্ততা নেই

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Barack-Obama-face-hd-pics

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফ্লোরিডার নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করলেও ওই হামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমনটিই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও অর‌ল্যান্ডো হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছে আইএস।

ওবামা বলেন, অরল্যান্ডো হামলার সঙ্গে আইএস জড়িত, এমন কোন তথ্যপ্রমাণ মেলেনি। বরং এই হামলা দেশের ভেতরেই গড়ে ওঠা চরমপন্থি আদর্শবাদীদের কাজ।

রবিবার রাতে সমকামী নৈশ ক্লাবে হামলায় ৫০জন নিহত হয়, যাকে একটি সন্ত্রাসী হামলা হিসাবেই বিবেচনা করছেন মার্কিন তদন্তকারীরা। হামলাকারী আফগান বংশোদ্ভূত ওমর মতিন পুলিশের গুলিতে নিহত হয়।

যদিও গোয়েন্দারা বলেন, হামলার আগে পুলিশের কাছে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা জানিয়েছিলেন ওমর মতিন।

হামলার পর আইএসের নামে একটি ইন্টারনেট বার্তায় বলা হয়, ফ্লোরিডা স্টেটে সমকামী নৈশ ক্লাবে যে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে, তা আইএসের একজন যোদ্ধা চালিয়েছে।

তবে সেই দাবি নাকচ করে দিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘ওমর মতিন যে আইএসের নির্দেশে এই হামলা চালিয়েছিলে, এমন কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। যদিও শেষ মুহূর্তে সে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার কথা ঘোষণা করেছিল। তবে এমন কোন প্রমাণ নেই যে, সে তাদের নির্দেশেই হামলা চালিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্বেগ প্রকাশ করে বলেন, ”যেভাবে ইসলামের নামে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচার যেভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, দুর্বল মনের মানুষদের যেভাবে এ ধরনের হামলা করার জন্য প্ররোচিত করছে, পুরো বিষয়টি খুব মর্মান্তিক। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হবে উগ্রপন্থী আদর্শবাদ ও তার প্রচারণা ঠেকানো।”
এফবিআই প্রধান জেমস কোমে বলেন, ‘ওমর মতিন ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থায় অনুপ্রাণিত হন। তবে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে ওই হামলার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, এমন কোনো প্রমাণ আমরা পাইনি এবং নির্দিষ্ট কোনো জঙ্গি নেটওয়ার্কের সাথে তিনি জড়িত ছিলেন, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। মতিন কাদের অনুসারী ছিলেন, সেটাও স্পষ্ট নয়।’

তবে বিদেশী কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন বলে জানান কোমে।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G