বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মামা মুন্না ও ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সুরাইয়া রাজধানীর বংশালের বাসিন্দা মোহাম্মদ রমজান আলীর মেয়ে। সে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ২৪ আগস্ট স্কুল ছুটির পর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে বাড়ি ফিরছিল সুরাইয়া।
এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। তাকে ঢামেকে ভর্তি করা হয়। পরে তাকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকাল সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার এ ঘটনায় স্কুলছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলাটি দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় এবং পেনাল কোডে হত্যাচেষ্টার অভিযোগ করে ওবায়দুল খান (২৯) নামে এক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রতিক্ষণ/এডি/অারএম