বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৯
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বগুড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নারী ও শিশুসহ আরো ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার বিকেল থেকে বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে এ নিয়ে উত্তরাঞ্চলের শুধু এই জেলাতেই নিহতের সংখা গিয়ে দাঁড়ালো ১৯ জনে।
নিহতদের মধ্যে বগুড়া সদরে আজিরুন বিবি (৪০), মিলা (৩ মাস), রজব আলী (১৫) ও পলাশ (১৮) নামে চারজন।
শাহজাহানপুর উপজেলায় তামান্না (৩৫), রাবেয়া বেওয়া (৬৫) ও পায়েল (১৬) নামে ৩ জন। সারিয়াকান্দিতে শান্তা বেগম (৫০) ও সুজন মিয়া (৩০) নামে দুই জন।
সোনাতলায় ফিরোজা বেগম (৫৫), গাবতলীতে সামিয়া বেগম (৩২)কাহালুতে আজিজুল ইসলাম (১৯) ও ইসমাইল হোসেন (৩৮) নামে চারজন। এছাড়া ধুনটে আফজাল হোসেন (৬০) নামে মারা গেছেন আরো এক ব্যক্তি।
এদিকে, ঝড়ে ও বৃষ্টিতে জেলার প্রায় সব উপজেলাতেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গাছপালা উপড়ে পড়ে বন্ধ রয়েছে অনেক রাস্তায় যান চলাচল।
ঝড়ের তোপে উড়ে গেছে অসংখ্য বাড়িঘর ও প্রতিষ্ঠানের টিনের চাল এবং বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি।
রোববার জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/রাতুল