বগুড়ায় বাস উল্টে নিহত ৩, আহত ৩৫

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি:

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তিন জন নিহত এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, উপজেলার সীমাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে রোববার রাতে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – গাইবান্ধার সাঘাটা উপজেলার মণ্ডলপাড়ার মো. তারেক  (২৭), মো. করিম  (২৫) ও খেয়ারঘাট এলাকার সাইফুল ইসলাম  (৩৫)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল বলেন, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ শেফা পরিবহনের একটি বাস সীমাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়কের পাশে উল্টে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩৫ জন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান।

ওসি বলেন, শেরপুর ও রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে। এ সময় বাসচালক ও সহকারীকে পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G