বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৪
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ব ইজতেমা ফেরত চার মুসল্লি নিহত এবং অন্তত ১৪জন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের বনানী এলাকায় যাত্রীবাহী বাসকে একটি ট্রাক পেছন থেকে থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাবিবুর রহমান (৬০), ইন্তাজ আলী (৫০), মোহাম্মদ আশরাফুল (৬০) ও তছলিম উদ্দিন।
পুলিশ জানায়, তাদের সবার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার জন্য ঠাকুরগাঁয়ের একদল মুসল্লি রোববার রাত ৮টার দিকে একটি বাস ভাড়া করেন। এরপর তারা রওনা হন। রাত আনুমানিক ২টার দিকে বাসটি বগুড়ার বনানী এলাকায় পৌঁছার পর পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৫ জন আহত হন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম জানান, আহতদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।