বগুড়ায় বিপুল পরিমাণ বোমা-অস্ত্র উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

আবদুল ওহাব (বগুড়া প্রতিনিধি)

bograবগুড়ার শাজাহানপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতার আস্তানা থেকে রিভলবার-গুলি, বিপুল পরিমাণ ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২০টি ককটেল, ১৫টি ধারালো রামদা ও ৪ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল রয়েছে। আর ১০টি মোটর সাইকেল ও ২টি প্রাইভেটকার পুলিশ জব্দ করা হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবকলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শাজাহানপুর উপজেলার উমরদিঘী বাস স্ট্যান্ডের পাশে টাইগার স্পোটিং ক্লাবে এই অভিযান চালানো হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল উপজেলার উমরদিঘী বাসস্ট্যান্ডে টাইগার স্পোটিং ক্লাব ঘিরে ফেলে। এ সময়  জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহীন দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবের ভেতর থেকে ভিপি শাহীনসহ নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ক্লাবের ভেতরে তল্লাশি চালিয়ে ২০টি ককটেল, রামদা ও বল্লমসহ ১৫টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করে।

এরপর ক্লাবের বাইরে থাকা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ স্বেচ্ছাসেবকলীগ কর্মী আসাদুর রহমানকে গ্রেফতার করে। এরপর ক্লাবের সামনে থেকে পুলিশ নেতাকর্মীদের ফেলে রেখে যাওয়া ১০টি মোটর সাইকেল ও ২টি প্রাইভেট কার জব্দ করে।

স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সৌরভ হোসেন ছান্নু এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শাহিন প্রার্থী হিসেবে গনসংযোগ শুরু করেছেন। নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকেই উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলিয়ে আসছিল। তারই জের হিসেবে স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি শাহিনের আস্তানা টাইগার স্পোর্টিং ক্লাবে অস্ত্র মজুদ করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত ১টি রিভলবার  ৪ রাউন্ডগুলি ও দেশীয় অস্ত্র থানায় আনা হয়েছে। আর ১০টি মোটর সাইকেল ও ২টি প্রাইভেটকার জব্দ  করেছে। এসব অস্ত্র-শস্ত্র রাখার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G