বগুড়ায় রিক্সা চালকদের মাঝে ধুমপানবিরোধী কর্মশালা

প্রকাশঃ মে ৫, ২০১৭ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

বগুড়ায় ধূমপান বিরোধী যুব সংগঠন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) এর উদ্যোগে প্রায় পাঁচশতাধিক রিক্সা চালকদের মাঝে ধূমপান বিরোধী কর্মশালা ও জরিপ কার্য পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার এ জরিপ পরিচালিত হয়।

উক্ত জরিপে রিক্সাচালকদের দৈনিক আয়, ধূমপানের জন্য দৈনিক ব্যয়, কত বছর বয়স থেকে এবং কার হাত ধরে ধূমপান শুরু এবং তাদের পরিবারের সদস্যদের তথ্যও সংগ্রহ করা হয়।

বগুড়ার সাতমাথা, নামজগড়, বড়গোলা, এক নম্বর রেল ঘুমটি, চেলোপাড়া, গালাপট্টি, কাজী নজরুল ইসলাম সড়ক, নবাববাড়ি মোড়, জ্বলেশ্বরীতলা, ইয়াকুবিয়া মোড়, মফিজ পাগলার মোড়, সেউজগাড়ি ও পৌর এডওয়ার্ড পার্ক সহ প্রায় পুরো শহর জুড়ে এই কর্মশালায় এন্টি স্মোকিং অর্গানাইজেশন এর মোট ৩০জন স্বেচ্ছাসেবক ৬টি দলে বিভক্ত হয়ে এসব তথ্য সংগ্রহ করে।

জরিপ শেষে সংগঠনের সভাপতি সাজিদ হাসান শান্ত তার বিবৃতিকালে বলেন, একটি শিশু যখন রিক্সায় চড়ে যায় তখন তাকে পরোক্ষভাবে যেন ধূমপানের শিকার হতে না হয়; সে লক্ষ্যেই আমাদের এই কর্মশালা।

উল্লেখ্য, এই জরিপের ফলাফল আগামী ৩০ মে প্রকাশ করা হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G