বগুড়ায় রোববার থেকে টানা হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (3)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেয়ার প্রতিবাদে বগুড়া জেলায় রোববার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

শনিবার সকালে জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোট সকাল ৯টায় শহরের খান্দার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোহাইল রোড হয়ে সুত্রাপুর এলাকায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি ইঞ্জি. সামছুল হক, বিএনপি নেতা তাহাউদ্দিন নাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শখার সভাপতি আজগর আলী প্রমুখ।

সমাবেশে ভিপি সাইফুল ইসলাম হরতালের ঘোষণা দিয়ে বলেন, ‘বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেয়ার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বগুড়া জেলায় সর্বাত্বক হরতাল পালিত হবে।’ তিনি জোটের নেতাকর্মীসহ বগুড়াবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G