বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালী
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক,সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর, যুগ্ন-আহবায়ক সাইফুজ্জামান প্রিন্স, স্বেছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ঘোষ,সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস ছালাম,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মেহেদী হাসান রানা,যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহিদুজ্জামান সাদ্দাম, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মোহারম, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি,সাধারণসম্পাদক ইব্রহিম, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদ,সাধারণ সম্পাদক ওলিউল্লাহ কল্লোলসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, আমরা স্বাধীন দেশ পেলেও সেদিন বঙ্গবন্ধুকে পায়নি। ঐ পাকিস্তানি শাসকগোষ্টি অপারেশন সার্চলাইট নামের অভিযানে নিজ বাসা থেকে বন্ধী করে সে দেশের কারাগারে আটকে রেখেছিল। সে খানে নানা অত্যাচার শেষে বাঙ্গালী জাতীর উপস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব ১০ জানুয়ারী বাংলার মাটিতে পারাখেন। তার এই আত্নত্যাগের কথা স্মরণ করেই এই দিনটি পালন করা হচ্ছে।
আজ এখান থেকে আমাদের শপথ নিতে বঙ্গবন্ধুর আদর্শে তার কন্য জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে কাজ করার আহবান জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি