শিশুরা পড়ালেখা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে
জেলা প্রতিবেদক
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজকের শিশুদের বেশি বেশি পড়ালেখা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ১১টার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য শিশুদেরকে পড়াশোনা করতে হবে, পিতা-মাতা-শিক্ষক-গুরুজন-বড়দের কথা শুনতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে”।
শিশুদের উপদেশ দিয়ে তিনি বলেন, “শিক্ষা এমন একটা জিনিস যা কেউ কেড়ে নিতে পারবে না, লুট করতে পারবে না। শিশুদেরকে বলব- তোমরা মন দিয়ে পড়াশোনা ও খেলাধুলা করো। তাহলে এ দেশ বাঁচবে এই সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে”।
জাতির জনকের দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশকে নিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল । এই জাতির মুক্তির স্বপ্ন দেখতেন তিনি। শেষ পর্যন্ত তিনি তা করতে পেরেছিলেন। যাদেরকে আমরা ১৯৭১ সালে পরাজিত করেছি সেই পরাজিত শক্তি ১৯৭৫ সালে আমার বাবাকে হত্যা করে। তখন আমরা বিদেশের মাটিতে ছিলাম বলে বেঁচে গেছি। কিন্তু আমরা তখন নিঃস্ব হয়ে গেছি। ওই দিন রাতে আমারে নিকট আত্মীয় কাউকে বাঁচতে দেয়া হয়নি। একরাতে একাধিক পরিবারকে হত্যা করা হয়েছে। ওরা বাঁচতে দেয়নি ছোট্ট রাসেল ও অন্তঃসত্ত্বা নারীকেও। ওদের থাবা থেকে বাঁচতে পারেনি সবচেয়ে সুরক্ষিত স্থান কারাগারের ভেতরে থাকা চার জাতীয় নেতা”।
তিনি আরো বলেন, “এই দেশের মাটি ও মানুষকে বঙ্গবন্ধু ভালোবাসতেন। তিনি সারাদেশ ঘুরে ঘুরে মানুষের অবস্থা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। দরিদ্র মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছেন। প্রতিটি পরিবারের হাড়ির খবর রাখতেন। বঙ্গবন্ধু মনে করতেন এই মানুষগুলো বাঁচলে দেশ বাঁচবে,সমাজ বাচব”।
প্রতিক্ষণ/এডি/কেএইচ
===