ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ‘ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট’ ও ‘ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট’ আগামীকাল ২৩ ডিসেম্বর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভারত, ইরান, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিচ্ছে।
বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট ৮ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের ওমর ফারুক ইরানের ১০ বারের জাতীয় চ্যাম্পিয়ন সাজাদ মেহরাবির সাথে মোকাবেলা করবেন।
তবে ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ বেল্টে ভারতীয় বংশোভূত ইংলিশ প্রফেশনাল বক্সার লোকেশ দাঙ্গির মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশের প্রথম নেপালজয়ী বক্সার জয়নাল ইসলাম জয়। এ লড়াইয়ে জয়ী বক্সার পাবেন এশিয়া সেরার সম্মান।
এদিকে নারী ইভেন্টে বাংলাদেশের তানজিমা সুলতানা শেলী লড়াই করবেন ভারতের বক্সার এশিয়ান চ্যাম্পিয়ন প্রফেশনাল বক্সার দিপিকা তিওয়ারির সাথে। এছাড়া ইরানের পুনেহ আখুন্তাবার্মাজান্দারানি, বাংলাদেশের ফারাহ নওশিন, সাদিয়া ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল মোত্তালিব প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা করবেন।