বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া ছিলেন লর্ড ক্লাইভ
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান লর্ড ক্লাইভের ভূমিকায় থেকে খুনি মোশতাককে মীরজাফরের ভূমিকায় রেখেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, পচাত্তরে মীরজাফরের ভূমিকায় ছিলো খুনি মোশতাক। কিন্তু আড়ালে থেকে লর্ড ক্লাইভের ভূমিকায় ছিলো জিয়াউর রহমান। লর্ড ক্লাইভ যেভাবে মীর জাফরকে ব্যবহার করে ছুড়ে ফেলেছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বুঝানোর জন্য দুইমাস খুনি মোশতাককে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে তিনি। বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাতেও ছিলেন জিয়াউর রহমান।
খালেদা জিয়া ১৫ আগস্টকে এখনো ধারণ করেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ওইদিন তিনি কেক কেটে খুনিদের বুঝিয়ে দিতে চান যে, ‘আমি এখনো তোমাদের সঙ্গে আছি। তোমাদের চেতনাকে ধারণ করি’। সেই চেতনা নিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। এখনো নিরীহ মানুষকে হত্যা করছে খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ধুয়া তুলে ওই নির্বাচনকে বিতর্কিত করা যাবে না। সাংবিধানিকভাবে এ দেশ এগিয়ে যাচ্ছে। কোনো শক্তি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া রুখতে পারবে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শেখ ফজলে নূর তাপস, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর