বঙ্গবীর নামাজে, মঞ্চ নিয়ে গেলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির জন্য তৈরি মঞ্চ তুলে নিয়ে গেছে পুলিশ।
শুক্রবার বেলা সোয়া ১ টার দিকে কাদের সিদ্দিকী জুমার নামাজ আদায় করতে গেলে এ সুযোগে পুলিশ মঞ্চ তুলে নেয়।
লাগাতার অবরোধ প্রত্যাহার ও দুই নেত্রীকে আলোচনায় বসার দাবিতে কাদের সিদ্দিকী বীর উত্তম গত ২৮ শে জানুয়ারি থেকে মতিঝিলে নিজ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মতিঝিল থানা থেকে একদল পুলিশ সদস্য কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে তারা মঞ্চ ভেঙে দিয়ে তা নিজেদের পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যায়।
ওই সময় সেখানে অবস্থানকারী কৃষক-শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কারণ জিজ্ঞেস করলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘কোনো কথা বলবেন না। ওপরের নির্দেশ আছে।’ নেতাকর্মীরা মালামালের সিজার লিস্ট করার কথা বললেও পুলিশ তা আমলে নেয়নি।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’
এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটকককৃতরা হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদ, আলমগীর হোসেন, ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাউসার, যুব আন্দোলনের সক্রিয় সদস্য রাজ্জাক, দলের কর্মী রোকন ও টিপু সুলতান।
উল্লেখ্য, লাগাতার অবরোধ প্রত্যাহার ও দুই নেত্রী আলোচনায় বসার দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে নিজ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রতিক্ষণ /এডি/জামান