বঙ্গোপসাগরে অর্ধশত মাঝি অপহরণ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বরুগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ায় জেলে বহরে গণডাকাতিতে দুইটি ট্রলারসহ অন্তত অর্ধশত মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে দুস্যুরা।
মঙ্গলবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবন সংলগ্ন ফেয়ারওয়ে বয়ার পয়েন্টে জেলেরা মাছ ধরছিলেন। ভোরে দস্যুরা হামলা চালিয়ে লুটপাট করে এবং এফবি আবদুল্লাহ ও এফবি মারিয়া ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে দীন ইসলাম, আনোয়ার হোসেন, সগির হোসেন, সোহরাব বেপারী, শহিদুল, নুর আলম, আবদুল্লাহ, কালাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর মোল্লার নাম জানা গেছে। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকায়।
প্রতিক্ষণ/এডি/জহির