বদলে গেল টেলিটক

প্রকাশঃ মার্চ ১০, ২০১৬ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

সিফাত তন্ময়

teletalk-new-logo

‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগানে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড । রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির নতুন লোগোর উন্মোচন করা হয়। নতুন লোগো উন্মোচন করতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, টেলিটকের নতুন লোগোর পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে টেলিটককে নতুনরূপে আনা হবে। যাতে অন্য অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টেলিটক অতীতের ব্যর্থতা ভুলে নতুন আঙ্গিকে ও নতুন কর্মপরিকল্পনার নিয়ে নিজের পায়ে দাঁড়াবে।’

জানুয়ারি তথ্য অনুযায়ী; দেশে গ্রাহকদের হাতে থাকা ১৩ কোটি ১৯ লাখ মোবাইল সিমের মধ্যে মাত্র ৪২ লাখ টেলিটকের ।

ছয় মাস আগেও অপারেটরটির অ্যাক্টিভ গ্রাহক ছিল ৪২ লাখ ১৯ হাজার।

অনুষ্ঠানে অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ টেলিটকের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। একই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতাসহ অন্যান্য সীমাবদ্ধতার কথাও জানান তিনি।

টেলিটক বাংলাদেশ লিমিটেড ২৯ ডিসেম্বর ২০০৪ সালে যাত্রা শুরু করে। টেলিটক জিপিআরএস, এজ এবং থ্রিজি ইন্টারনেট সংযোগ প্রদান শুরু করে ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে।

দেশে সবার আগে থ্রিজি সেবা চালু করলেও নানান কারণে প্রতিষ্ঠানটি এতদিন পিছিয়ে ছিল। তারানা হালিম টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই টেলিটকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এবার তাদের লোগো বদলে গেল।

প্রতিক্ষণ/এডি/এস.টি.

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G