ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ওয়ানডে ক্রিকেটের নিয়মে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট-বলের লড়াইটা আরও আকর্ষণীয় করতে নিয়ম-কানুনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে এ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
মুম্বাইয়ে ক্রিকেট কমিটির দুই দিনের সভা শেষে ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য আনতে ফিল্ডিংয়ে ৩টি পরিবর্তনের সুপারিশ করেছে আইসিসি’র ক্রিকেট কমিটি।
ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশও করেছে কমিটি। কারণ সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন অনেক বেশি সুবিধা পায়। এতে প্রথম ১০ ওভারের পাওয়ার প্লে এর সময় নিকটে দুইজন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার বাদ দেওয়ার সুপারিশ করেছে ক্রিকেট কমিটি। এছাড়া শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ ৫ জন ফিল্ডার রাখারও সুপারিশ এসেছে।
যদি সুপারিশ অনুমোদিত হয় তবে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকবে। পরের ৩০ ওভারে সর্বোচ্চ ৪ জন এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ ৫ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন।
সুপারিশগুলো অনুমোদন পেলে ফিল্ডিং দলের অধিনায়ক প্রয়োজনে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক হতে পারবেন বলে মনে করছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি।
আগামী ২২ থেকে ২৬ জুন আইসিসি বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে আইসিসির বোর্ড অব ক্রিকেট।
প্রতিক্ষণ/এডি/জহির