বনবিভাগের ক্ষতিপূরণ দাবি: কার্গো ডুবি
মঙ্গলবার সুন্দরবন সংলগ্ন মংলার পশুর নদীর জয়মনীর ঘোল এলাকায় কয়লা বোঝাই একটি ডুবে যাওয়া কার্গোর কারণে সুন্দরবনের জলজ, বনজ ও প্রাণীজ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় বুধবার বিকেলে মংলা থানায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বন বিভাগ।
মামলায় ঢাকার সেফ ব্রাদার্স নামক কোম্পানির ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক দিল খান ও মাস্টার মো. ভুলু গাজীকে আসামি করা হয়েছে। কয়লাবাহী কার্গো ডুবির ঘটনায় ক্ষতির আশংকা আছে কিনা জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন’র অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন বলেন, কয়লায় কার্বন রয়েছে। বিষাক্ত কয়লায় জলজ প্রাণী ও সুন্দরবন এবং পশুর নদীর জীববৈচিত্র্যের ক্ষতির আশংকা রয়েছে। অপরদিকে কার্গো ডুবির ঘটনার বিষয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক কাজী গোলাম মোক্তাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাহাজটি বর্তমানে মূল চ্যানেলের বাইরে নিমজ্জিত থাকায় এই চ্যানেল দিয়ে জাহাজ ও নৌযান চলাচল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছে।
এদিকে কয়লাবাহী কার্গো ডুবির ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুন্দরবন এবং পশুর নদী রক্ষার দাবিতে সুন্দরবনের জয়মনী এলাকার পশুর নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ওয়াটারকিপার অ্যালায়েন্স, পশুর রিভারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময়ে সমাবেশে বক্তব্য রাখেন বাপার মংলার সমন্বয়কারী পশুর রিভারকিপার সাংবাদিক মোঃ নূর আলম শেখ, পরিবেশ কর্মী দিপু মৃধা, তানজীম হোসেন মুকুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারি উদাসীনতায় মুনাফালোভী ব্যবসায়ীদের করাল গ্রাসে সুন্দরবন এবং পশুর নদী বার বার আক্রান্ত হচ্ছে।
উল্লেখ্য, মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি গ্লোবস্টন ইন্দোনেশিয়া থেকে শেখ ব্রাদার্সের আমদানি করা ২৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া-৩ এ নোঙ্গর করে। এরপর জাহাজটি থেকে কয়লা খালাস শুরু হয়। গ্লোবস্টন জাহাজের কয়লা খালাসকারী স্টিভেডর মেসার্স নুরু এ্যান্ড সন্স কোম্পানীর স্বত্বাধিকারী এইচ এম দুলাল জানান, এমভি জিয়া রাজ নামক কার্গো জাহাজটি ২৩০ টন কয়লা বোঝাই হয়ে যশোরের নওয়াপাড়া শেখ ব্রাদার্সের ঘাটে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেয়ার পর পথিমধ্যে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জয়মনীর ঘোলের অদূরে ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায়। এসময় জাহাজের ১১ জন কর্মচারী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
প্রতিক্ষণ/এডি/এসএবি